সিরাজগঞ্জে প্রথমবারের মতে করোনা রোগী সনাক্ত হলো

Top Post Ad

সিরাজগঞ্জে প্রথমবারের মতে করোনা রোগী সনাক্ত হলো।  সিরাজগঞ্জের বেলকুচি থানার গোপরেখী  গ্রামের বাসিন্ধা, নারায়নগঞ্জ ফেরত রজব আলী নামের ৬২ বছর বয়সী এক ব্যাক্তির  করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে  সিরাজগঞ্জ  সিভিল সার্জন।সিরাজগঞ্জের জনগন এখন সচেতন হন।

Bottom Post Ad

Ads Area