' বাজরিগার' বা 'বুগি' পাখির পরিচয়

bajrigar-bd190.blogspost.com
bajrigar-bd190.blogspost.com
' বাজরিগার' বা 'বুগি' দেখতে সাদা, নীল, হলুদ, জলপাই এবং ধূসর রঙ সহ বিভিন্ন বর্ণের দেখা যায়।এর মধ্যে বাজরীগার ছোট ছোট সবুজ এবং হলুদ বর্ণের পাখি বেশি দেখা যায়। এর গায়ে কালো বাঁকানো এবং গালে নীল একটি ছোট প্যাচ থাকে। পুরুষে বাজরিগার নাকে ডার্ক নীল রঙের সির থাকে। মহিলা বাজরিগার মধ্যে প্রজনন করার সময় হলে এর নাক  বাদামী অথবা হালকা নীল হয়। অল্প বয়স্ক বাজরিগার  প্রাপ্তবয়স্ক পাখির মতোই।

বাজরিগার মূলত অস্ট্রেলিয়ার একটি পাখি। এদের  দেখা যায় অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিম, উত্তর অঞ্চলে। তবে উত্তর তাসমানিয়া এবং পূর্ব উপকূলের অংশে এদের কম দেখা যায়।

বাজরিগার পাখি সাধারণত  বিশাল ঝাঁক নিয়ে একসাথে উন্মুক্ত অঞ্চলে বসবাস করতে ভালো বাসে। এদের সমুদ্র বা নদী প্রবন এলাকায় খুব কমই দেখা যায়। প্রচুর বৃষ্টিপাত প্রবন সময়ে এরা খাবারের খোজে  মাঝে মাঝে মানুষের সংস্পর্শে আসে। বাজরিগার পালগুলি সাধারণত অনেক বড় হয়ে থাকে। প্রায় তিনটি পাখি থেকে শুরু করে 100 বা তারও বেশি পালগুলি হয়ে থাকে।

Top Post Ad

Bottom Post Ad

Ads Area