মাছের গুরুত্বপূর্ণ ২ টি রোগ

 মাছের গুরুত্বপূর্ণ ২ টি রোগ হলো-
১.চোখ ফোলা
biofloc-বায়োফ্লক-bd190.bolgspot.com3
২. পেট ফোলা

১. একে 'কেটস আই' বা বিড়ালের চোখ বা আরও খোলামেলা করে বললে বলা হয় বামুন মাছ। অর্থাৎ এই মাছের বয়স সাইজের তুলনায় অধিক । এমনো হতে পারে ৩/৪ মাস বয়সী।

২. যেহেতু মাছের বয়স সাইজের তুলনায় অধিক তাই এই মাছেগুলো নতুন পানি এবং নতুন কন্ডিশনে এসে পেটে ডিম ধারন করেছে।এর প্রধান কারণ হেচারীতে এই মাছকে জোরপূর্বক সাইজে ছোট করে রাখা।

সমাধান বা সাবধানতা :

যেহেতু বামুন মাছ তাই এই মাছের বৃদ্ধি বলতে গেলে অসম্ভব ।সবসময় চেষ্টা করবেন একটু ভালো হেচারী হতে  পোনা ক্রয় করা।আমাদের উচিৎ রাস্তায় পাতিল নিয়ে বসে থাকে এমন কারো কাছ থেকে সস্তায় পোনা ক্রয় হতে বিরত থাকা। প্রয়োজনে আপনার এলাকায় যারা অধিক অভিজ্ঞ তাদের পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে পোনা ক্রয় করতে পারেন।মাছের ভালো গ্রোতের জন্য ভালো পোনা নির্বাচন করা অত্যান্ত গুরুত্বপূর্ণ।
Tags

Top Post Ad

Bottom Post Ad

Ads Area