যে ভাবে এ্যমোনিয়া কন্ট্রোল করতে হয়

বায়োফ্লকে অন্যতম সমস্যা এ্যমোনিয়া। প্রথম পর্যায়ে মাছ ছেরে দেওয়ার পর ট্যাঙ্কে এ্যমোনিয়া বেশি হবে।

এতে CN ratio মেন্টেন করে প্রতিদিন মোলাছেস দিতে হবে। তবে CN ratio ক্যালকুলেশনে যতটুক মোলাছেস দিতে হয় তা একবারে না অল্প অল্প করে দিন। এতে যদি না কমে তাহলে একটু বেশি করে দিন মোলাছেস।
দেখবেন আস্তে আস্তে কমে যাবে। এতেও যদি না কমে তাহলে ২০% পানি বাড়িয়ে দিন এবং  CN ratio মেন্টেন করুন ঠিক হয়ে যাবে।
কোন সমস্যা হলে হতাস হয়ে, গ্রুপে পোষ্ট করে কারো বুদ্ধি নেওয়ার চিন্তা না করে নিজে খুজে বের করার চেষ্টা করুন সমস্যা কি। নিজের  যতটুকু অভিজ্ঞতা আছে সেই মতে নিজের সমস্যা নিজে সমাধান করার চেষ্টা করুন।এতে আপনার অভিজ্ঞতা বেশি হবে ।
Tags

Top Post Ad

Bottom Post Ad

Ads Area