জিয়াউর রহমানের ইতিহাসের শ্রেষ্ট বাঙালির একজন


জিয়াউর রহমান- zia ur rahman- bd190blogspocom
জিয়াউর রহমান- zia ur rahman- bd190blogspocom

জিয়াউর রহমান ১৯৬৫ সালে ভারতের প্রধান মন্ত্রী লাল বিহারী শাস্ত্রীর ,পাকিস্তান দক্ষলের স্বপ্নকে ধূলিসাৎ করেছিলেন । 
তার যুদ্ধ কৌশলেই ভারতের শত ট্যাঙ্ক ধ্বংস হয় এক রাতে ।
তিনি সেই জিয়া যার ক্ষেতাব ছিল , হেলালে আল জুরাত ।

তিনি সেই জিয়া , যে ৮ম বেংগল এর সিও জানজুয়াকে প্রথম গ্রেফতার করে নিজ হাতে হত্যা ও স্বাধীনতার ঘোষনা করে ।
সোয়াত জাহাজ থেকে অস্ত্র না নামিয়ে বিদ্রোহ করে।
তিনি সেই জিয়া ,দর্পের সাথে দৃপ্ত কন্ঠে বলি আই রিভল্ট ।

মৃত্যুপন রেখে ১৯৭১ সালে যোদ্ধ করেছিল যে । তিনি ১৯৭১ এ পাকিস্তানের সেই সময়ের সেনা প্রধান জন জোয়ার্দকে হত্যা করে বলে ছিলো আমরা স্বাধীন ।


তিনি অন্যতম যোদ্ধা যে পরিবার ছেড়ে যোদ্ধ ময়দানে ছিলো। দেশ স্বাধীনের পর ক্ষমতা না নিয়ে শেখ মুজিবকে দেশে ঢুকতে দিয়েছিলেন।
তিনি শেখ হাসিনাকে এই বাংলাদেশে আসার সুযোগ করে দিয়ে ছিলেন।
তিনি এই দেশে বহু দলীয় গনতন্ত্রের অধিকার দিয়ে  ছিলেন ।
তিনি প্রথম এই দেশে খাল খননন কর্ম সূচি গড়ে ছিলেন । এই দেশে প্রথম নতুন কুড়ি শিশুদের জন্য করেছিলেন।
তিনি সার্কের প্রতিষ্ঠাতা এ প্রথম উদ্যোগক্তা ।
জিয়াউর রহমান কখনই আত্বীয়তার মায়ায় জড়াই নি ।

 তিনি ইরাক ইরান যোদ্ধ থামাতে গিয়েছিলেন । তিনি তিস্তার পানির পাওয়ার  ন্যায্য  দাবী তুলে ছিলেন ।
তিনি এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
তিনি কখন অন্যায়কে প্রশ্রয় দেইনি ।

Top Post Ad

Bottom Post Ad

Ads Area