সেচ্ছায় করোনা প্রকোপ এলাকায় বদলি হয়ে মানব সেবায় নিয়োজিত হলেন মশিউর রহমান


এই মানুষটি ৩৯ তম বিসিএস স্বাস্হ্য ক্যাডারের ডাক্তার মশিউর রহমান।সিরাজগঞ্জে কর্মরত ছিলেন।সেখানে করোনার প্রকোপ কম বলে নিজেই কতৃপক্ষের কাছে আবেদন করেন যেন ওনাকে নারায়ণগঞ্জ, ঢাকা বা গাজীপুর অর্থাৎ যেখানে করোনা রোগী বেশী সেখানে করোনা রোগীদের সেবা করা যাবে এমন কোন টিমে যেন ওনাকে বদলি করা হয়।
উনি আবেদনপত্রে উল্লেখ করেন,আমার নানা মুক্তিযোদ্ধা বীরউত্তম সুবেদার হাবিবুর রহমান দেশের জন্য যুদ্ধ করেছেন।পিলখানায় বিজিবির নিউমার্কেট সংলগ্ন ৩ নাম্বার গেট আমার নানার নামে নামাঙ্কিত।ওনার কাছে মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনে আমিও দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে অনুপ্রাণিত হয়েছি।আমাকে করোনা রোগীদের সেবা করার সুযোগ দিলে আমার মেধা এবং পরিশ্রম দেশের কাজে লাগবে।

কতৃপক্ষ ২ দিনের মধ্যেই ওনাকে নারায়ণগঞ্জে বদলি করেছেন।উনি সেখানে করোনা রোগীদের সেবা দেওয়া শুরু করেছেন।নারায়ণগঞ্জের করোনা রোগীরা ওনার মত মানবিক ডাক্তারকে কাছে পেয়ে এবং ওনার গল্প শুনে মানসিকভাবে বেশ উজ্জীবিত।

Top Post Ad

Bottom Post Ad

Ads Area