ময়লা শুধু ডাস্টবিনেই থাকে না । কিছু মানুষের চরিত্রের মধ্যেও থাকে ।। Amazing Life Changing Motivation Bangla

Top Post Ad

আরো সুন্দর একটা গুডনাইট এটা আল্লাহর দয়া মাত্র বড় চরিত্রটা সুন্দর করুন এটাই আপনার কাছ থেকে দাঁড়িয়ে আপনার পরিকল্পনা শুনছে আজ নিরবে হাসছে ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ পৌঁছার প্রয়োজন মনে করে না আবার কেউ বোঝে না না বোঝার ভান করে থাকে না কিছু মানুষের চরিত্রে থাকে পৃথিবীতে সব কিছু ভুলে যাওয়া সম্ভব ।

কিন্তু বেঈমানী ভুলে যাওয়া সম্ভব মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় নিজের স্বামীকে চেনা যায় আর নির্বোধেরা জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনের জয় করো কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও তবে কাউকে কষ্ট দিয়ে নয় আজকের দিনে ভদ্রতার কোন মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে কারো নীরবতাকে অহংকার হিসেবে নিও না এ ধন জীবন যৌবন থাকবে সমালোচনা করতে যোগ্যতা লাগেনা সমালোচিত হতে যোগ্যতা লাগে  নয় ।


মানুষের উপকার রাখে না সে যত উপকারিতা কেন পরবর্তী সামান্য হলেও উপকার মনে রাখবে দিনের আলোতে এমন কাজ করো না আর রাতের যাতে জুতা বিক্রি হয় এসি রুমে আর খাবার বিক্রি হয়ে ফুটপাতে আত্মীয়স্বজনের কাছে সম্পর্কগুলো ভাবতে লাগলাম আর এক হাত দেখা না হলে সম্পর্ক শেষ সম্পর্কও ভাষার তিনটি কারণ তারা অহংকার অতিরিক্ত নাম্বার দিন অতিরিক্ত ভালো মনের কথা খুলে বলা যায় না কাউকে দিতে না পারেন অন্তত বিশ্বাস নামের ছেলের মন যখন ভেঙে যায় তখন কোনও শব্দ হয় না কিন্তু তার ব্যথা সহ্য করা অসম্ভব জীবনে ভালো বন্ধু ভাবতেন সেই প্রতারণা করবেন যাকে খুব ভালবাসবে সেই অবহেলা করবেন আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবেন সে তোমার বিশ্বাস ভাংবে সত্যের পথে চললে কষ্ট হয়েছে তবে একটা সুবিধা থাকে ওই পথে যাওয়ার সবাই দেখাতে পারে না ।

Bottom Post Ad

Tags

Ads Area