OrdinaryITPostAd

বায়োফ্লকে লবনের ভুমিকা


বায়োফ্লকে লবন- bd190.blogspot.com
বায়োফ্লকে লবন- bd190.blogspot.c
অনেকেই প্রশ্ন করেন। লবন না দিলেও তো ফ্লক হয়ে যায়,  তাহলে লবন দিব কেন?আবার  কেউ বলে একবার মাছ চাষ করতে লবন কতবার দিতে হবে?
প্রশ্নগুলোর সমধানঃ
লবন দিলে মাছের রোগ কম হয়,নাইট্রিফাইং ব্যাকটেরিয়াদের কাজ করতে সুবিধা হয় এবং মোলাসিস ও লবন মিশে গিয়ে একটি স্যালাইন এর কাজ হয়, যাতে মাছের রোগ কম হয়।পানিতে লবন শুরুতে শুধু একবার দিতে হয়, তবে বেশি ফ্লক হওয়ার কারনে কিছু পানি বের করে দিতে হয়, আবার নতুন করে যতটুকু পানি ভরবেন সেই অনুপাতে লবন দিতে হবে।ধরুন নতুন পানি ১০০০ লিটার ভরলেন তাহলে ১ কেজি লবন দিতে হবে। নিদিষ্ট হারে লবন প্রয়োগ না করলে আবার ফ্লকে সমস্যা হয়। তাই বায়ো ফ্লকে লবনের ভুমিকা অপরিসীম।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪